স্যাটায়ার মিডিয়া হলো এমন একটি মাধ্যম—যেমন: ম্যাগাজিন, টিভি অনুষ্ঠান, ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়া পেজ—যা রসিকতা, ব্যঙ্গ, বিদ্রূপ, অতিরঞ্জন ও তীব্র সমালোচনার মাধ্যমে সমাজ, রাজনীতি বা চলমান ঘটনাবলি নিয়ে মত প্রকাশ করে।অনেক সময় বাস্তব সংবাদ স্টাইল এমনভাবে অনুকরণ করে যে কখনো কখনো এত বাস্তবসম্মত মনে হয় যে, পাঠক বিভ্রান্তও হয়ে যায়।উদাহরণ: দ্যা ওনিয়ন(ইউএসএ),প্রাইভেট আই(ইউকে)।সম্প্রতি বাংলাদেশেও এমন মিডিয়ার দেখা যাচ্ছে।এর মধ্যে eআরকি,উন্মাদ সহ মূলধারার গণমাধ্যম যেমন যমুনা টিভির আদলে আনোয়ার টিভি,প্রথম আলোর আদলে প্রথম আলু ও কালের কন্ঠের আদলেও বিভিন্ন স্যাটায়ার মিডিয়া দেখা যায়।